ক্যাবল টিভির সর্বোচ্চ ভাড়া ৩০০ টাকা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

cabal tvক্যাবল টিভির মাসিক ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে তথ্য মন্ত্রণালয়। নতুন এ নির্দেশনায় প্যাকেজের ওপর ভিত্তি করে ক্যাবল টিভির মাসিক ভাড়া ১৫০ টাকা থেকে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ ফি নির্ধারণের কথা বলা হয়েছে। ২০০৯ সালে হাইকোর্টের দেওয়া এক রুলের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১০টি পে-চ্যানেলসহ ৩০টি চ্যানেলের জন্য ১৫০ টাকা, ১৫টি পে-চ্যানেলসহ ৪০টি চ্যানেলে জন্য ২০০ টাকা, ২০টি পে-চ্যানেলসহ ৫০টি চ্যানেলের জন্য ২৫০ টাকা এবং ২৫টি পে-চ্যানেলসহ ৬০টি চ্যানেলের জন্য সর্বোচ্চ ৩০০ টাকা ভাড়া আদায় করতে পারবে ক্যাবল অপারেটররা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G