গুলশান কার্যালয়ের সামনে থেকে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
গুলশান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে দেলোয়ার হোসেন নূর নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের সময় খালি গাঁয়ে থাকা ওই যুবকের বুকে পিঠে লেখা ছিলো ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গুলশান-২ নম্বরস্থ বাড়ির সামনে একাই উপস্থিত হন দেলোয়ার। এ সময় শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বক্তব্য দিতে থাকেন তিনি। সাথে সাথেই তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। দেলোয়ারের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকায়।
জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকেও একবার গ্রেফতার হয়েছিলেন দেলোয়ার। পরে ১৮ জানুয়ারি জামিনে বের হন তিনি।
প্রতিক্ষণ/এডি/রবি











