চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক যুবদলের
ডেস্ক প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম
সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবদল নেতা আরিফ হোসেনকে ‘হত্যা’ করা হয়েছে দাবি করে বৃহত্তর চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর যুবদল।
সোমবার মহানগর যুবদলের একে যৌথ সভা শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক মো. সোলায়মান মঞ্জু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের, সাধারণ সম্পাদক মো. শাহজাহান স্বাক্ষরিত বিবৃতিটি সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো হয়।
গত শনিবার রাতে সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফ হোসেন নিহত হন। রোববার আরিফকে নিজেদের কর্মী বলে দাবি করে সীতাকুণ্ড উপজেলা যুবদল।
পুলিশের দাবি, তিনি নাশকতাকারী । শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’আরিফসহ ৫ জন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।
প্রতিক্ষণ/এডি/রবি














