জিনজিয়াং প্রদেশে দাড়ি ও হিজাব নিষিদ্ধ

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৭ সময়ঃ ৪:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৮ অপরাহ্ণ

চীনা সরকার জিনজিয়াং প্রদেশে দাড়ি রাখা ও হিজাব পড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রদেশটিতে বর্তমানে প্রায় এক কোটি মুসলিম বসবাস করে।

শনিবার থেকে আইনটির বাস্তবায়ন শুরু হচ্ছে।

জিনজিয়াংয়ে ধর্মভিত্তিক চরমপন্থা দমনের জন্য এই আইন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এ ছাড়া প্রদেশটিতে নজরদারি বাড়াতে নেওয়া আরো কিছু পদক্ষেপ রয়েছে। নতুন করা এই আইনে কিছু বিষয় নিষিদ্ধ করা হচ্ছে। বিষয়গুলো হলো :

১. চরমপন্থী ধ্যান-ধারণার সমর্থন ও প্রচার।

২. মুখ ঢেকে যায় এমন কোনো পোশাক পড়া বা পড়তে বাধ্য করা।

৩. দাড়ি রাখা ও অস্বাভাবিক নাম রাখার মাধ্যমে ধর্মীয় গোড়ামি উসকে দেওয়া।

৪. রাষ্ট্রীয় শিক্ষা নিতে শিশুদের বাধা দেওয়া বা হস্তক্ষেপ করা।

৫. পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়া বা হস্তক্ষেপ করা।

৬. চরমপন্থী বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো প্রবন্ধ, অডিও বা ভিডিও ডাউনলোড ও প্রকাশ করা।

৭. রাজ্য সরকারের প্রচারিত রেডিও এবং টেলিভিশন অনুষ্ঠানের সঙ্গে সম্পর্ক আছে এমন পণ্য বা সেবা বর্জন করা।

চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম ধর্মাবলম্বী উইঘুর সম্প্রদায়ের বসবাস। গত এক বছরে প্রদেশটিতে প্রায় ১০০ জন মুসলমানকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাদের হত্যা করা হয় বলে জানায় চীন সরকার।

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G