জেএমবি-শিবিরকর্মীসহ আটক ৪০
তোফায়েল হোসেন জাকির (গাইবান্ধা প্রতিনিধি)
গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি ও শিবিরকর্মীসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত জেলার সাত উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
গাইবান্ধা জেলা অতিরিক্ত সুলিশ সুপার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাদের মামলার আসামি। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এফটি














