টিভিতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৩:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

sangbadik_859464230বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ দেওয়ার বিজ্ঞাপন দিয়ে ৫ বছরেরও বেশি সময় ধরে টিভি মিডিয়ার প্রতি আগ্রহী তরুণ-তরুণীদের প্রতারণা ফাঁদে ফেলার অভিযোগে মোহাম্মদ মাহমুদ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল দশটায় রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে র‌্যাব-২। র‌্যাব-২ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এসএম মাসুদুর রহমান  জানান, একটি বেসরকারি টেলিভিশনের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে মাহমুদ অসংখ্য তরুণ-তরুণীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বিশেষ করে সদ্য সমাপ্ত করা ইন্টারমিডিয়েট বা অনার্সের শিক্ষার্থীদের তিনি টার্গেট করতেন। একটি বেসরকারি টেলিভিশনে রিপোর্টার বা নিউজপ্রেজেন্টার নিয়োগ দেওয়া হবে- এমন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে তিনি জাতীয় দৈনিকে প্রচারণা চালাতেন। প্রচারিত বিজ্ঞাপনে মাহমুদের মোবাইল নম্বর ও একটি ই-মেইল আইডি দেওয়া থাকতো সিভি পাঠানোর জন্য। এ ফাঁদে কোনো তরুণ-তরুণী পা দিলেই বিকাশ নম্বর দিয়ে বলা হতো, প্রথমে রেজিট্রেশন ফি বাবদ ৫৭০ টাকা দেওয়ার জন্য। পরে আবার জানানো হতো, ৫০ হাজার টাকা দেওয়া হলে তাকে নিয়োগ দেওয়া হবে।

র‌্যাব কর্মকর্তা জানান, মাহমুদের প্রতারণার ফাঁদে পা দেওয়া তরুণীদের তার সঙ্গে দেখা করার কথা বলে তাদেরকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করতেন মাহমুদ। তিনি সম্প্রতি যমুনা টেলিভিশনের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। একই সঙ্গে আরটিভি’র অনলাইনে সাংবাদিক নিয়োগের বিজ্ঞাপন দিতেন তিনি।

সম্প্রতি বেশ কয়েকজন ভূক্তভোগী আরটিভির কার্যালয় এবং র‌্যাবকে বিষয়টি অবহিত করেছেন। সোমবার সকালে রাজধানীর ভাটারা থানায় ৪২০ এবং ৪০৬ ধারায় এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং-২৪) দায়ের করেছে আরটিভি কর্তৃপক্ষ। জানা গেছে, মাহমুদ টাঙ্গাইল জেলার মির্জাপুরের মৃত ইসমাঈল মিয়ার পুত্র। তিনি রাজধানীর কাফরুলে বসবাস করতেন।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G