ডিডাব্লিউ’র নতুন চ্যানেল চালু

প্রকাশঃ জুন ২২, ২০১৫ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

DW..1বস্তুনিষ্ঠ গবেষণা, তথ্যনির্ভর, টাটকা প্রতিবেদন, ঘটনার একেবারে কেন্দ্রস্থল থেকে – শুধুমাত্র আপনার জন্য৷ নতুন স্টুডিওতে জমে উঠবে বিতর্ক, সংলাপ৷ ইংরেজি ভাষায় ডয়চে ভেলের নতুন টিভি-চ্যানেল, যার স্লোগান ‘মেড ফর মাইন্ডস’।

সোমবার, ২২শে জুন – ডিডাব্লিউ-র দীর্ঘ ইতিহাসে এই দিন একটি মাইলফলক তো বটেই৷ কারণ এ দিন উচ্চমানের সাংবাদিকতার আরো একটি নিদর্শন সৃষ্টি করলো ডয়চে ভেলে, শুরু হলো নতুন ২৪/৭ টিভি-চ্যানেলটির পথ চলা।

মহাপরিচালক পেটার লিমবুর্গ জানান, নিরপেক্ষ, সাহসী এবং উচ্চমানের সাংবাদিকতার জন্য ডয়চে ভেলের সুনাম রয়েছে৷ আমরা সেই পথেই আমাদের অগ্রণী ভূমিকা রেখে যেতে চাই। চাই বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকারকে অক্ষুণ্ণ রাখতে।

২৪ ঘণ্টার টিভি-চ্যানেল ডয়চে ভেলের আগে ছিল না৷ কিন্তু এবার বিশ্বব্যাপী ডিডাব্লিউ-র দর্শকরা পাবেন একেবারে তাজা খবর, বস্তুনিষ্ঠ প্রতিবেদন৷ মস্কোর স্টুডিও ছাড়াও, ব্রাসেলস, ওয়াশিংটন, ব্যাংকক, কায়রো, লাগোস এবং কিয়েভ-এর অফিস থেকে প্রতিনিধিরা সংবাদদাতা হিসেবে প্রতিবেদন এবং সংবাদ পরিবেশন করবেন।

বাংলাদেশে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজনের অংশ এই অনুষ্ঠান৷ টেলিভিশনের পাশাপাশি মোট ৩০টি ভাষায় ওয়েবসাইটও রয়েছে ডিডাব্লিউ-র।
প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G