দূর্ঘটনা এড়াতে সেলফ ব্যালেন্সিং বাইক

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৭ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Bike এবার বি এম ডাব্লিউ এমন একটি বাইক আনতে যাচ্ছে, যাতে কোন ভাবেই সম্ভবনা নেই কোন রকম দূর্ঘটনা ঘটার, শুধু তাই নয় বাইক চালাতে চালককে পা রাখতে হবে না মাটিতে, গাড়ি তৈরীতে বিশ্বজুড়ে জনপ্রিয় জার্মান অটোমেকার বিএমডব্লিও তাদের ১০০ তম বার্ষিক উদযাপন উপলক্ষে সেলফ ব্যালেন্সিং নামে ঠিক এমনই একটি বাইক নিয়ে কাজ করার কথা জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, এই মোটর বাইক এতটাই নিরাপদ হবে যে, চালককে হ্যালমেট না পরলেও চলবে।

জিরো-ইমিশন এই বাইকে রয়েছে সেলফ ব্যালেন্সিং হুইল। এই বাইকের সেলফ ব্যালেন্সিং সিbike bস্টেম চালককে যেকোনো সময় রক্ষা করার জন্য প্রস্তুত।

এ বিষয়ে বিএমডব্লিও মোটরসাইকেল বিভাগের ডিজাইন ডিরেক্টর এডগার হেইনরিখ বলেন, যেকোনো দুর্ঘটনার সময় চালকের ট্রিগার করতে দেরী হলেও বাইকটি নিজেই তা ব্যালেন্স করে নিবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে মোটরসাইকেল আরোহীরা প্রতিরক্ষামূলক গিয়ার ছাড়াই বাইক চালানো উপভোগ করবে।বর্তমানে প্রোটেকটিভ গিয়ার এবং সেলফ ব্যালেন্সিং গিয়ার উন্নয়নের পর্যায়ে আছে তাই বলা যায় এই বাইক বাস্তবে দেখতে হলে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G