হাজার প্রতিকূলতাও যাদের দমাতে পারেনি

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৭:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

2প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর আসতে থাকে হাজারো প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতাকে পায়ে ঠেলে সামনে এগিয়ে যেতে পারেন তিনিই সফল হন।

একজন সফল মানুষের পেছনে কিছু গল্প আছে যা অনেকটা রুপকথার মত। আর সেসব গল্প থেকে মানুষ খুজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা।

পৃথিবীতে যারা সাফল্যের সর্বোচ্চ শিখরে  আরোহন করেছেন, তাদের চলার পথ মসৃণ ছিল না।  তাদের অনেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে টাকার অভাবে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন নি। অনেকেই রাস্তায় বা পার্কের খোলা আকাশের নিচে ছিলেন। কিন্তু অদম্য ইচ্ছা শক্তি, পরিশ্রম, সাহস, একাগ্রতা তাদেরকে দমে যেতে দেয়নি।

প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে সফল সফল হওয়া এরকম ১৫ জন ব্যক্তির কথা নিয়ে আমাদের আজকের জীবনের জয়গান।

১.  অভিনেতা জিম ক্যারির থাকার জন্য বাড়ি ছিল না। সে সময় পরিবারসহ তিনি ভক্সওয়াগেন বাসে থাকতেন। হাইস্কুল থেকে ঝরে পড়ার পর তার এ অবস্থা হয়। এরপর কানাডার বিভিন্ন স্থানে পরিবারসহ তিনি ঘুরতে থাকেন। এরপর তাবুতে থাকা শুরু করেন। আর এ সময়েই তার রসবোধ তৈরি হয় বলে জানান তিনি।

২. হেলি বেরি অভিনেত্রী হওয়ার আশায় ২০ বছর বয়সের শুরুতে শিকাগোতে গিয়ে হাজির হন। কিন্তু এ সময় তার অর্থ শেষ হয়ে যায়। এরপর তিনি গৃহহীনদের জন্য তৈরি একটি আশ্রয় শিবিরে বসবাস করতে শুরু করেন।

৩.  যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত মনোবিদ ড. ফিল মাকগ্রো (যিনি ড. ফিল নামেই পরিচিত)। ১২ বছর বয়সে তিনি গৃহহীন ছিলেন। সে সময় বাবার সঙ্গে কানসাস সিটিতে একটি গাড়িতে বসবাস করতেন।

৪. সুজে ওরম্যান বিশ্বখ্যাত ‘এমি-উইনিং’ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর এ বিষয়ে বহু বেস্টসেলিং বইয়ের লেখক। একসময় তিনিও গৃহহীন ছিলেন। বর্তমানে তার ৩৫ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

৫. বিখ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেগ অভিনয় জীবনের শুরুতে তিনি লন্ডনের একটি বেঞ্চে থাকতেন। বর্তমানে ৪৬ বছর বয়সি এ অভিনেতার মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৫ মিলিয়ন ডলার।

৬. মার্কিন সঙ্গীত শিল্পী এলা ফিজগেরাল্ড একসময় গৃহহীন ছিলেন। তার মায়ের মৃত্যুর পর সৎ বাবা তাকে নির্যাতনও করেন। এরপর তিনি এক সময় মাফিয়াদলের হয়েও কাজ করেন। পরে পুলিশ তাকে একটি স্কুলে ভর্তি করে দেয়।

৭. বেস্টসেলিং বইয়ের লেখক ও মিলিয়নেয়ার ক্রিস গার্ডনার একসময় গৃহহীন ছিলেন। ‘দ্য পারসুইট অফ হ্যাপিনেস’ তার অনুপ্রেরণাতেই তৈরি। তিনি একজন

1 ‘অনুপ্রেরণাদাতা’ বক্তা ও সিইও।

৮. জুয়েল কিলচারমার্কিন সঙ্গীত শিল্পী, গান লেখক, গিটারিস্ট ও অভিনেত্রী জুয়েল একসময় প্রায় এক মাসের জন্য গৃহহীন ছিলেন। চাকরি হারানোর পরে তার এ অবস্থা হয় বলে জানান তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার বস তাকে কুপ্রস্তাব দেন। কিন্তু সে কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় তার বেতন বন্ধ হয়ে যায়।

৯. খেলোয়াড় মাইকেল ওহার শৈশবে গৃহহীন ছিলেন। পরে ধনী এক পরিবার তাকে গ্রহণ করে নেয়। সেখান থেকেই তিনি ফুটবল খেলা শুরু করেন।

১০.  বিখ্যাত সঙ্গীত শিল্পী ১৮ বছর বয়সে বাড়ি ছাড়েন। তিনি একজন নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন কিন্তু তার মা চেয়েছিলেন কলেজে তার পড়াশোনা চালিয়ে নিতে। ফলে তারা পরস্পরের দেখাদেখি বন্ধ করেন। জেনিফার ড্যান্স স্টুডিওতেই সোফায় বসবাস শুরু করেন।

১১. হ্যারি হৌডিনিবিখ্যাত জাদুকর হ্যারি হৌডিনি ১২ বছর বয়সে জাদুকর হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যান। ১৭ বছর বয়সে তিনি জাদুকর হিসেবে তার কাজ শুরু করেন।

১২. স্টিভ হারভেবিখ্যাত টক শো হোস্ট স্টিভ হারভে তিন বছর গৃহহীন ছিলেন। সে সময় ফোর্ড টেম্পো গাড়িতে তিনি বাস করতেন।

১৩. হিলারি সোয়াংকঅ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী হিলারি সোয়াংক তার মায়ের সঙ্গে কিছুদিন একটি গাড়িতে বাস করেছেন। সে সময় লস অ্যাঞ্জেলসে একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য তারা টাকা জমান।

১৪. চার্লি চ্যাপলিনশিশুকালে চার্লি চ্যাপলিনের মা মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আর এ সময়েই তার বাবা মারা যান।

এ সময় চার্লি চ্যাপলিন ও তার ভাইকে লন্ডন শহরের রাস্তাতেই বসবাসের স্থান খুঁজতে হয়। তবে তার পিতামাতা উভয়েই বিনোদন জগতের বাসিন্দা হওয়ায় তারাও সেই পথে যাওয়ার চিন্তা করেন। অভিনয় জগতে তার অবদান এখনও স্মরণ করা হয়।

১৫. ড্রিউ ক্যারিমার্কিন অভিনেতা ড্রিউ ক্যারি মাত্র আট বছর বয়সেই তার পিতাকে হারান। এরপর তিনি গৃহহীন হয়ে পড়েন। বর্তমানে এ বিখ্যাত কমেডিয়ানের ১৬৫ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G