নাশকতা বন্ধ ও সংলাপের আহবান সম্পাদকদের

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

newspaperদেশে চলমান নাশকতা বন্ধের পাশাপাশি এর রাজনৈতিক সমাধান বের করতে সংলাপে বসার আহবান জানিয়েছেন গণমাধ্যমের সম্পাদকরা।

আজ তথ্য মন্ত্রণালয়ে সরকারের সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তারা এ আহবান জানান।

বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে মতামত দেন সম্পাদবৃন্দ। একই সঙ্গে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রীরা।

বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা একমত হয়েছি শান্তির স্বপক্ষে। সবাই শান্তি চাই, অশান্তি চাই না। এই যে বিশৃঙ্খলা, অশান্তি ও সন্ত্রাস চলছে আমরা সবাই এর বিরুদ্ধে। সবাই মনে করি এর রাজনৈতিক সমাধান হওয়া উচিত। আলোচনার মাধ্যমে সম্পাদকরা সমাধানের প্রস্তাব করেছি। আমরা মনে করি দেশ এভাবে চলতে পারে না। এর একটি সমাধান হতেই হবে। মানুষ কতকাল এই অসহায় অবস্থায় থাকবে।

বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, গঠনমূলক আলোচনা করেছি। সম্পাদকদের মূল্যবান চিন্তাভাবনা ও পরামর্শ পেয়েছি। আমরা সকলে দেশে শান্তি চাই, কারণ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ পেয়েছি। দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ থাকুক এ ব্যাপারে কোন রাজনীতি নেই, কোন মত নেই, কোন দল নেই।

তিনি বলেন, এটা ঠিক যে আলাপ-আলোচনার একটা পরিবেশ থাকে। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সন্ত্রাসের কথা অনেকে বলেছেন, নাশকতার বিষয়ে অনেকে বলেছেন। সবচেয়ে বড় কথা দেশটা আমাদের সকলের। দেশ ও মাতৃভূমিকে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে ভাল রাখব। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, তথ্য সচিব মর্তুজা আহমেদসহ উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার সম্পাদক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/আনসার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G