আসছে বিশ্বের প্রথম ৫জি ফোন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৭ সময়ঃ ৯:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

10চীনের মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক সংস্থা জেডটিই বাজারে আনতে যাচ্ছে বিশ্বের প্রথম ৫জি ফোন। এই স্মার্টফোনের গতি হবে ১ গিগাবাইট পার সেকেন্ড বা ১জিবিপিএস। এতে থাকছে, ৩৬০ ডিগ্রি প্যানোর‌্যামিক ভিআর ভিডিও এবং ইনস্ট্যান্ট ক্লাউড স্টোরেজ, স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর।

জেডটিই-র এই ৫জি ফোনে শুধু গিগাবাইট প্রসেসরের সঙ্গে থাকছে এলটিই সুবিধাও। আল্ট্রা হাইফাই মিউজিক ও সিনেমা দেখা যাবে ফোনটিতে। এতে যেকোন ফাইল ডাউনলোড হবে চোখের নিমিষে-এমনটাই দাবি করেছে জেডটিই।

ফেনটির দাম সর্ম্পকে জানানো না হলেও, চলতি মাসেই বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডবলুসি-তে আত্মপ্রকাশ করবে ব্লেড সিরিজের এই ৫জি গিগাবাইট এলটিই স্মার্টফোন।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G