প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অসহায় এক লোকালয়

প্রকাশঃ অক্টোবর ৪, ২০১৫ সময়ঃ ১০:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সলোমন দ্বীপপুঞ্জের অংশ অনটং জাভা৷প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এর অবস্থান। সলোমন দ্বীপপুঞ্জের মূল ভূখণ্ড থেকে এর অবস্থান প্রায় আড়াইশো কিলোমিটার দূরে৷ প্রতিক্ষণের পাঠকদের জন্য থাকছে এই লোকালয়ের অসহায়তার গল্প।

মাত্র ১০ ফুটjava 1
ঐ যে দুরে কিছু একটা দেখতে পাচ্ছেন ওটার নাম অনটং জাভা৷ আয়তন ১২ বর্গকিলোমিটার৷ বসবাস প্রায় দুই হাজার মানুষের৷ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ ফুট উঁচুতে অবস্থান এই দ্বীপপুঞ্জটির৷ তাই জলবায়ু পরিবর্তনের কারণে আর ক’বছর পরই হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে অনটং জাভা৷

ঐতিহ্যjava 2
প্রায় দুই হাজার বছর আগে থেকে সেখানে বাস করছে পলেনেশীয়রা৷ তাঁদের আছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য৷ তবে সঙ্গত কারণেই প্রাকৃতিক দুর্যোগের নানা কাহিনী এসব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে৷

কোথায় যাবে সে?java 3
আট বছরের উইলসন আয়ুঙ্গা৷ অনটং জাভার বাসিন্দা সে৷ কিন্তু সে জানে না, বাকি জীবনটা সে তার জন্মভূমিতে কাটাতে পারবে কিনা৷

নেই সরকারি সহায়তাjava 4
ছোট ছোট ১২২টি দ্বীপ আছে অনটং জাভায়৷ তবে মাত্র দুটিতে মানুষ বাস করে৷ উপরের ছবিটি লুয়ানিউয়া দ্বীপের৷ দেখতেই পারছেন সেখানে মানুষের বসবাসের চিহ্ন রয়েছে৷ প্রশাসনিকভাবে অনটং জাভা সলোমন দ্বীপপুঞ্জের অন্তর্গত৷ কিন্তু সরকার স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় বর্তমানে সেখানে কিছু সামাজিক সমস্যা দেখা দিচ্ছে৷

ছবি কথা বলেjava 5
দেখতেই পাচ্ছেন একটি দ্বীপের মাঝের অংশে পানি ঢুকে পড়েছে৷ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে সেখানে পড়তে শুরু করেছে৷

প্রাকৃতিক দুর্যোগjava 6
জলবায়ু পরিবর্তনের কারণে শুধু যে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে তা নয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও বেড়ে গেছে৷

লবণাক্ত মাটিjava 7
প্যাট্রন লালিয়ানা বিশেষ একটি শস্য জন্মাতে চেয়েছিলেন৷ কিন্তু মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় শস্য ফলানোর জন্য যে পুষ্টি দরকার সেটা মাটি থেকে হারিয়ে গেছে৷ ফলে লালিয়ানার পরীক্ষা ব্যর্থ হয়ে গেছে৷

সাগর খেয়ে ফেলেছে বাড়িjava 8
দূরে যে সাদা বালি দেখতে পাচ্ছেন সেখানে একসময় ছিল প্রায় ৪০টি বাড়ি আর একটি কবরস্থান৷ কিন্তু সাগরের পানি সব কেড়ে নিয়েছে৷

সংস্কৃতি থাকবে কী করে?java 9
অনটং জাভার মানুষের প্রশ্ন, তাঁদের যদি বসবাসের জায়গাই না থাকে, তাহলে তাঁরা কীভাবে সংস্কৃতি চর্চা চালিয়ে যাবেন? আছে কেউ উত্তর দেবার?

সূত্রঃ ডয়েচে ভেলে


সবাই যা পড়েছে

পাঁচ রহস্যজনক ভারতীয় মন্দির

পশুর পরিবর্তে সন্তান কোরবানিঃ সাংসদ

বিয়ের পাত্রী বেচা-কেনার হাট!

আমাকে কেউ ভুল বুঝবেন না !

যে ৫টি দেশে কখনও সূর্য অস্ত যায় না!


প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G