প্রেস ক্লাবের নতুন সদস্য ১০১ জন

প্রকাশঃ আগস্ট ৭, ২০১৫ সময়ঃ ১০:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

press clubজাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত করা হয়েছে ১০১ জন নতুন সদস্যকে। ব্যবস্থাপনা কমিটি ৩০ জুলাই ও ৫ আগস্টের সভায় তাদের নির্বাচিত করে। ১০১ জন নতুন সদস্যদের তালিকা বৃহস্পতিবার রাতে ক্লাবের নোটিশ বোর্ডে টানানো হয়।

নতুন সদস্যরা হলেন- মো. হাসানুল্লা খান রানা সমকাল, সুলতানুল মোহাক্কীন বাবু (এসএম বাবু) এটিএন বাংলা, রুমি নোমান এটিএন বাংলা, কাজল হাজলা যুগান্তর, আজিজুল পারভেজ সমকাল, সুলতানা রহমান এনটিভি, মোস্তফা হোসেন চৌধুরী আজকের কাগজ, মোশতাক হোসেন আজকের কাগজ, কিশোর কুমার সরকার ডেসটিনি, মো. আজম সরোয়ার চৌধুরী যুগান্তর, মো. রেজাউল করিম ইত্তেফাক, তারেক আল নাসের ফিনান্সিয়াল এক্সপ্রেস, ফারাজী আজমল হোসেন ইত্তেফাক, ডালিয়া জামান চৌধুরী সমকাল, ফারুক তালুকদার করতোয়া, ইয়াসিন কবির জয় জনকণ্ঠ, আহমেদ দীপু বিডি নিউজ ২৪, এহসানুল হক কালেরকণ্ঠ, জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন) এটিএন বাংলা, মো. সুমন ইসলাম আমার দেশ, একেএম সাখাওয়াত হোসেন সংবাদ, সনৎ নন্দী খবর, কল্যাণ সাহা সংবাদ, মোস্তফা কামাল ইউএনবি, বরুণ ভৌমিক নয়ন আল-আমিন, খন্দকার আতাউল হক নওরোজ, এসএম আবু সাঈদ জনপদ, সৈয়দ আফজাল হোসেন নিউনেশন, কাঞ্চন কুমার দে ডেসটিনি, কমলেশ রায় যুগান্তর, মো. রফিকুল্লাহ জনপদ, তরুণ তপন চক্রবর্তী অবজারভার, অনীল সেন ডেসটিনি, মো. মফিজুল ইসলাম সচিত্র প্রতিবেদন, মো. মুজিবুর রহমান জিতু বাসস, মো. শাহজাহান মিঞা শীর্ষ নিউজ, তারিক মাহমুদ খান (নঈম তারিক) দেশ টিভি, রহমান মোস্তাফিজ যমুনা টিভি, এসএম সুমন এটিএন বাংলা, তানিয়া রহমান (শারমীন সুলতানা রহমান) একুশে টিভি, মো. সিদ্দিকুর রহমান ভোরের কাগজ, শাহনাজ শারমিন এবিসি রেডিও, এম ফসিউদ্দিন মাহতাব বাংলাদেশ প্রতিদিন, সাকি আহসান সংবাদ, জামিল বিন সিদ্দিক কালেরকণ্ঠ, মো. ওবায়দুল গনি বাসস, মাহফুজা জেসমিন বাসস, ঈষিতা জলিল বাসস, দীপক কুমার আচার্য ইন্ডিপেন্ডন্ট, শফিকুল ইসলাম ইউনুস পাক্ষিক ঢাকা, রীতা ভৌমিক যায়যায়দিন, শেখ সুমন মাহবুব যায়যায়দিন, নাজমুল ইমাম মানবজমিন, রফিকুল ইসলাম আজাদ ইন্ডিপেনডেন্ট, আবদুল্লাহ ফেরদৌস ইনকিলাব, হুমায়ন হাসান ইনকিলাব, মোজাম্মেল হক চঞ্চল যুগান্তর, আলমগীর মোহাম্মদ রঞ্জু এটিএন নিউজ, নূরুল ইসলাম খোকন সমকাল, শাহনাজ শারমীন রিনভী বাংলাভিশন, এসএএ মাহফুজুর রহমান ইউএনবি, মো. শহীদুল ইসলাম (বিপ্লব শহীদ) চ্যানেল২৪, আহমেদ করিম আমার দেশ, আসাদুজ্জামান বাবুল আমার কাগজ, আবুল মারুফ সুবর্ণ ডেইলি স্টার, শরীফুল হক পাভেল দৈনিক নওরোজ, হুমায়ুন কবীর ভুঁইয়া ইউএনবি, তাবিবুর রহমান তালুকদার আরটিভি, মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী বাসস, মুহাম্মদ জামাল হোসেইন (শেখ জামাল) ইনকিলাব, সিরাজুল ইসলাম দিনকাল, মো. ফরিদ উদ্দিন আহমেদ মানবজমিন, হামিদুল হক মানিক দিনকাল, এরফানুল হক নাহিদ আজকালের খবর, আবু ফাত্তাহ ইত্তেফাক, সাইদুর রহমান ইন্ডিপেনডেন্ট, ফাহিম আহমেদ এনটিভি, নাঈম-উল-করিম সিনহুয়া, মোঃ জাহাঙ্গীর আলম ইউএনবি, সাখাওয়াত হোসেন নিউএজ, ফিরোজ মান্না জনকণ্ঠ, মজিবুর রহমান জনকণ্ঠ, মাহবুর রশিদ ফিনান্সিয়াল এক্সপ্রেস, আসিফুল হুদা দিনকাল, আজাদ মজুমদার নিউএজ, মাহমুদুল হক জাহাঙ্গীর ইনকিলাব, মাহবুবুল আলম যায়যায়দিন, আবু তাহের মোস্তাকিম এটিএন বাংলা, ইদ্রিস মাদ্রাজী নয়া দিগন্ত, গোলাম সাহানী বাসস, মোঃ বশির হোসেন মিঞা ফিনান্সিয়াল এক্সপ্রেস, শাহরিয়ার জামান ফিনান্সিয়াল এক্সপ্রেস, রফিক উল্লাহ যুগান্তর, খোকন বড়ুয়া নয়া দিগন্ত, মেজবাহ আহমেদ জিটিভি, একেএম বাকী বিল্লাহ সংবাদ, মশিউর রহমান রুবেল জনতা, আহসান উল্লাহ জনতা, মো. মোশারফ হোসেন প্রভাত, আজমল লুৎফা খানম দৈনিক পত্রিকা, ফজলুল হক রানা আমার কাগজ।

এর আগে গত ২৮ মে জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G