বিএফইউজের সভাপতি হলেন মনজুরুল আহসান

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৬ সময়ঃ ১০:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

যযযযযযযযযযযযযয

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি পদে উপ-নিবর্বাচনে মঞ্জুরুল আহসান বুলবুল বিজয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয় দফায় সংগঠনটির নেতৃত্বে এলেন তিনি।

শুক্রবার রাত সোয়া ১০টায় সভাপতি পদে উপ-নির্বাচনের ভোট গণনা শেষে বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের এই ফল ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বিএফইউজের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাফর ওয়াজেদ, মহাসচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল পেয়েছেন ১০৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের সিইও অশোক চৌধুরী ৯৬২ ভোট পেয়েছেন। ডেইলি স্টারের সাংবাদিক আবদুল জলিল পেয়েছেন ২৮৫ ভোট।

গতকাল সকাল ৯টা থেকে দুপুরে খাবার ও জুমার নামাজের এ ঘণ্টা বিরতি বাদে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবসহ চট্টগ্রাম, খুলনা, যশোর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া ও নারায়ণগঞ্জে নির্দিষ্ট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৪ জানুয়ারি বিএফইউজে সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যু হওয়ায় শূন্য পদে এই উপ-নির্বাচন হয়।

গত বছর নভেম্বরের নির্বাচনে আলতাফ মাহমুদ সভাপতি হওয়ার আগে টানা দুই মেয়াদে সংগঠনটির সভাপতি ছিলেন মঞ্জুরুল আহসান বুলবুল। ঢাকায় মঞ্জুরুল আহসান বুলবুলের ভোটের সংখ্যা ৭৬৫, অশোক চৌধুরী ৬২৭ ভোট এবং জলিল ভুঁইয়া ২১৪ ভোট পেয়েছেন।

ঢাকার বাইরে ৯টি কেন্দ্রে অশোক চৌধুরী পেয়েছেন ৩৩৫ ভোট। মঞ্জুরুল আহসান বুলবুল পেয়েছেন ৩০০ ভোট। আর ৭১ ভোট পেয়েছেন আব্দুল জলিল ভুঁইয়া।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G