বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

প্রকাশঃ জুলাই ২, ২০১৬ সময়ঃ ৪:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

lalmonirhat_87943রংপুর বিভাগের লালমনিরহাট জেলার উত্তর দলগ্রাম এলাকায় শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম এলাকার ভ্যান চালক আব্দুল গফুরের বাক প্রতিবন্ধী স্ত্রী পারুল আক্তার (৩৪), তার একমাত্র ছেলে রানা মিয়া (১২) ও ছোট মেয়ে ঋতু মনি (৩)।

কালীগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দলগ্রাম এলাকার বাবলু মিয়ার বাড়িতে বাঁশের খুটি দিয়ে বিলের ওপর দিয়ে বিদ্যুতের অবৈধ সংযোগ নেন। গত কয়েক দিন আগে ওই লাইনটি ছিড়ে বিলে পড়েছিল। স্থানীয়রা ছিড়ে যাওয়া লাইনটি সরাতে অনুরোধ জানালেও সরাননি বাবলু মিয়া।

শনিবার দুপুরে রানা মিয়া তার বন্ধু সোহেলসহ বাড়ির পার্শ্বে ওই বিলে মাছ ধরতে যায়। এ সময় ওই বিলে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় রানা। বন্ধুর এ অবস্থা দেখে সোহেল দ্রুত রানার মাকে খবর দিলে পারুল তার ছোট মেয়ে মনিকে নিয়ে রানাকে উদ্ধার করতে যায়। পরে ঘটনাস্থলেই এই ৩ জনই মারা যায়। স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহগুলো উদ্ধার করে। তবে এই ঘটনার পর থেকে বাবলু মিয়া পলাতক রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G