ভালোবাসার বিবর্তন..

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ পূর্বাহ্ণ

ইফতেখার রাজু, প্রতিক্ষণ ডট কম

love_1_268649688তৎকালিন রোমান সম্রাট ক্লডিয়াস সেনাবাহিনীতে লোকবল বাড়ানোর চিন্তা করলেন। আর এই জন্য তিনি যুবকদের বিয়ে নিষিদ্ধ করলেন। তার মতে, বিয়ের ফলে তরুণরা পিছিয়ে পড়ে, ভালো যোদ্ধা হতে পারে না। সম্রাটের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে বসেন সান্ত ভ্যালেন্টাইন নামে এক খ্রিষ্টান পার্দি।

তিনি গোপনে যুবকদের বিয়েতে উৎসাহ দিতে থাকেন ও গোপনে বিয়ের আয়োজনও চালিয়ে যেতে থাকেন। একসময় ধরা পড়ে গেলে তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু কারাগারে তার সাঙ্গে এক দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের দেখা হয়। এবং চিকিৎসার মাধ্যমে ভ্যালেন্টাইন তাকে সুস্থ করে তোলেন।

এরপর মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মন দেয়া নেয়ার এক পর্যায়ে  বিষয়টি জানতে পারেন সম্রাট। পরে নিষিদ্ধ প্রেমের সম্পর্কের অপরাধে ১৪ ফেব্রুয়ারির এই দিনে ভ্যালেন্টাইনের মৃত্যুদন্ড- কার্যকর করেন।

মৃত্যুর আগে সান্ত ভ্যালেন্টাইন মেয়েটিকে একটি চিঠি লেখেন,  সেখানে তিনি উল্লেখ করেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন বলে। অনেকের মতে, এই ভ্যালেন্টাইনের নামানুসারে পোপ প্রথম জুলিয়াস ৪৯৬ খ্রিষ্টাব্দে ১৪  ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস ডে হিসাবে ঘোষণা করেন।

শুরু হয় ‘ভ্যালেন্টাইন ডে’ বা ‘বিশ্ব ভালবাসা দিবস’ এর পথচলা।কিন্তু মাঝখানে মধ্যযুগে সমস্ত ইউরোপে ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপন দীর্ঘকাল নিষিদ্ধ ছিল। পরবর্তীতে ইংরেজি সাহিত্যের জনক জিওফ্রে চসার তার পার্লামেন্ট অব ফাউলস(১৩৮২) এর মধ্যে ‘ভ্যালেন্টাইন ডে’ নিয়ে লেখেন।

এরপর উইলিয়াম শেকসপিওয়রসহ খ্যাতিমান সাহিত্যিকগণ এ বিষয়টিকে সাহিত্যের উপাদান হিসেবে নিয়ে আসেন। ১৬৬০ সালে রাজা চার্লস টু আবার দিবসটি পালনের প্রথা চালু করেন।

পরবর্তীতে শিল্প বিপ্লবের ফলে বিষয়টি বাণিজ্যিক উপকরণে পরিণত হয়। মুক্তবাজার অর্থনীতির প্রবল স্রোতে এই বাণিজ্যিক ‘ব্রান্ড’ আজ বিশ্ব অর্থনীতির বড় একটা অংশ দখলে নিয়ে নেয়। ২০১০ সালের এক সমীক্ষায় বলা হয়েছে এ দিনটি ঘিরে ১ বিলিয়নের বেশি শুধু ভ্যালেন্টাইন কার্ড বিক্রি হয়েছে। ২০১৫ সালে এ্ই বছরে যা দেড় গুনের বেশি বৃদ্ধি পাবে বলে ধারনা করা যায়।

অন্যদিকে, ইসলামী রাষ্ট্রগুলো ইসলামী শরীয়া ও সংস্কৃতির প্রতিবন্ধক আখ্যা দিয়ে দিবসটি পালন নিষিদ্ধ করে। ২০১৪ সালে সৌদি আরবের ধর্মীয় পুলিশ ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপনের দায়ে ১১ জনকে গ্রেফতার করেন। তাছাড়া ইরান, পাকিস্তান, মালয়েশিয়াসহ ইসলামী বিশ্ব ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে।

তবে তা সত্তেও, প্রায় ১ হাজার ৭০০ বছর আগে ঘটে যাওয়া এই দিনটি  ইউরোপ, আমেরিকা সহ  সারা বিশ্বে প্রচুর জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে এর ব্যাপ্তি পৌঁছায় চীন, জাপান, ভারত ও বাংলাদেশের মতো এশিয়ার বিভিন্ন দেশেও।

বাংলাদেশে দিবসটি প্রবর্তন করেন সাংবাদিক শফিক রেহমান। ১৯৯৩ সালে যায় যায় দিন পত্রিকায় আলোচনার মাধ্যমে বাংলাদেশে প্রথম বিষয়টির আত্মপ্রকাশ ঘটে। দুই দশকের বেশি সময় ধরে ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে ‘ভ্যালেন্টাইন ডে’ বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

ঠিক এমন সময়ে ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে দিবসটি পালনের বিষয়ে চলছে তোলপাড়।উচিৎ-অনুচিৎ, সংস্কৃতি-অপসংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে চলছে যুক্তি-পাল্টা যুক্তি উত্থাপনের ধুম। এই ক্ষেত্রে উচিৎ-অনুচিৎ বোধ কাজ করে অত্যন্ত ধীর গতিতে।

প্রতিক্ষণ/এডি/ই রা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G