মাছি তাড়ানোর সহজ কৌশল (ভিডিও)

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

asfdfgvপোকামাকড়ের মধ্যে মাছিকে তাড়াতে কিছুটা ঝামেলা পোহাতে হয়। বিশেষ করে রান্নাঘরে এবং খাবারের ঘরে মাছির উপদ্রব বেশি থাকে। মাছির থেকে ছড়ায় নানান রোগ। অন্য কোন ঘর থেকে মাছি তাড়ানো যতটা সহজ রান্নাঘর থেকে তাড়ানো ঠিক ততটাই কঠিন। একবার তাড়ালে আবার চলে আসে। আসুন জেনে নিই ঘরোয়া উপায়ে খুব সহজে মাছি তাড়ানোর একটি কৌশল।

যা যা লাগবে:

১। একটি খালি কোকের বোতল
২। একটি ধারালো ছুরি বা কাঁচি
৩। টেপ

যেভাবে তৈরি করবেন:

১। প্রথমে একটি খালি কোকের বোতল মাথা থেকে পেটের উপর অংশ পর্যন্ত কেটে নিন।

২। এবার কোকের বোতলের মুখটি ৮ মিলিমিটার ব্যাসের গোল করে গর্ত করে নিন। এতে করে মাছিরা বোতলের ভিতর প্রবেশ করতে পারবে।

৩। কাটা অংশের চারপাশে কিছু গর্ত করে নিন। যাতে করে মাছি এই গর্তের মধ্যে দিয়ে বোতলে ঢুকতে পারে।

৪। বোতলের ভিতর কিছু কাঁচা মাংস ও পানি অথবা চিনি ও পানি গুলিয়ে রেখে দিন। টমেটো বা কোন ফলের অংশও পানি দিয়ে রাখতে পারেন।

৫। এই বোতলের ভিতরে বোতলের মুখের অংশটুকু টেপ দিয়ে ভাল করে লাগিয়ে নিন।

৬। এবার রান্নাঘরে বা খাবারের ঘরে এই বোতলটি রেখে দিন।

৭। দ্বিতীয় দিন মাংস বা ফলের অংশটুকু থেকে যখন গন্ধ বের হবে মাছি এই বোতলের ভিতরে ঢুকে যাবে।

৮। বোতলের পানির মধ্যে মাছিরা পড়ে যাবে। আর আপনার ঘর মুক্তি পাবে মাছির যন্ত্রণা থেকে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G