মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ৩, ২০১৭ সময়ঃ ১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি:

full_1684586385_1483189794জেলার বেনাপোলে চলন্ত মোটরসাইকেল থেকে সেলফি তুলতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার বেলা দেড়টার দিকে বেনাপোলের ছোটআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল (১৭) ছোটআঁচড়া গ্রামের শহিদুলের ছেলে। আহতরা হলেন সোহেল (১৮) ও আমিনুর (১৮)। নিহত ও আহতরা পরস্পর বন্ধু এবং একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরছিল। বাড়ি ফেরার পথে ছোটআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে চালক এক হাতে বাইক চালাচ্ছিলেন। আর অন্য হাত দিয়ে মোবাইলে সেলফি তুলছিলেন। এ সময় মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক আব্দুর রশিদ চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার দুপুরের দিকে তিন যুবককে হাসপাতালে আনেন। হাসপাতালে আনার আগে চঞ্চল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পৃথক ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত গোলাম মোস্তফা (৩০) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্য গোলাম মোস্তফা জামালপুর জেলার তুলশিপুর সদর উপজেলার রশিদপুর গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সেনাসদস্য মোস্তফা মোটরসাইকেলযোগে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মাছের পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ইজিবাইক চালক হাফিজুর রহমান দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এম আব্দুর রশিদ গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G