শুভ জন্মদিন সাংবাদিক গোলাম রসূল

প্রকাশঃ সেপ্টেম্বর ৪, ২০১৬ সময়ঃ ১২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

14193781_1325440117480969_864908367_n

আজ ৪ সেপ্টেম্বর সাংবাদিক গোলাম রসূলের জন্মদিন। তার জন্মদিনে প্রতিক্ষণ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।

১৯৮৫ সালের এই দিনে তিনি যশোর সামরিক হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাউন গ্রামে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০১০ সালে তিনি স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

গোলাম রসূল স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে ক্যাম্পাসে সাংবাদিকতা শুরু করেন। দুই বছর কাজ করেন ইংরেজি পত্রিকা ‘নিউনেশনের’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে।

তার বন্ধু ও প্রথম আলোর সহসম্পাদক আলমগীর খন্দকার বলেন, গোলাম রসূল অত্যন্ত ভালো মনের মানুষ। অনেক সৃজনশীল। দেশের গণমাধ্যমে তার মতো মেধাবী সাংবাদিক প্রয়োজন।

দেশের শীর্ষ অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজের মাধ্যমে ঢাকায় তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু। এ ছাড়া খন্ডকালীন কাজ করেছেন ‘প্রতিক্ষণ ডটকম’ ও ‘নতুন সময়’ নামের দুটি অনলাইন পোর্টালে। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দ্য এশিয়ান এজ’-এ জেষ্ঠ্য সহসম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।

গোলাম রসূল বলেন, এবার জন্মদিনে তেমন আড়ম্বর নেই। বাসায় প্রিয় কিছু মানুষকে নিয়ে কেক কাটা হবে। এ ছাড়া বিকেলে বন্ধু-বান্ধব-শুভাকাঙ্খীদের সঙ্গে আড্ডাবাজি চলবে।

প্রতিক্ষণ ডটকমের পক্ষ থেকে এ সাংবাদিকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G