সততার স্থান সর্বদা উপরে

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৬ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৫ অপরাহ্ণ

রাসিব মোস্তফা

13936501_1777927245822876_1002368053_n

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ ভূপেন হাজারিকার এই গানের লাইনটি শোনেনি এমন মানুষ হাতে গোনা খুব কমই রয়েছে। শিল্পীর কথার সার্থকতা সেখানেই যখন এই গানের কথা গুলোর মতো যদি নিজেদের পরিচালনা করা যেতো অথবা একজন প্রকৃত মানুষের বৈশিষ্ঠ্যে যদি নিজেদের গড়ে তোলা সম্ভব হতো তাহলে বোধহয় আজ বিশ্বাস অবিশ্বাসের মাঝে আমাদের বসবাস হতো না।

কিন্তু বিবেকের শেঁকলে  সেখানে পরাজিত সবাই। বর্তমান সময়ে লক্ষ্য করলেই বোঝা যায় মানবিকতার জায়গায় মরিচার ভাগ কতো বেশি হয়ে গেছে সবার। তবুও এর মাঝে এখনো অনেকেই আছেন যারা সততাকে মর্যাদার আসনে রেখে নিজেদের কখনো বিকিয়ে দিতে পারেন না। ঠিক তেমনই তাদেরই একজন নাজমুল ইসলাম ডলার।

পেশায় রিক্সাচালক হলেও মনের দিক থেকে সততাই তার দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃহঃস্পতিবার বিকেলে তার রিক্সায় যাত্রী হিসেবে এক জনৈক ব্যক্তি আসেন। এরপর বংশাল এলাকার ফ্রেঞ্চ রোডে যাবেন বলে রওনা হন।

গন্তব্যে পৌছার পর  রিক্সা থেকে নেমে যাবার সময় ভুলবশত উনার সাথে থাকা ব্যাগ ভর্তি আনুমানিক ৪৪,০০০/ টাকা   রিক্সায় ফেলে চলে যান। উপায় না পেয়ে রিক্সাচালক ডলার নিকটস্ত বংশাল ফাড়ির এসআই আশরাফুজ্জামান কে টাকা ভর্তি ব্যাগটি দিয়ে বিস্তারিত জানান।

পরবর্তীতে টাকার প্রকৃত মালিক কে খুঁজে পাবার পর এসআই আশরাফুজ্জামান ও স্থানীয় জনগনের উপস্থিতিতে টাকা হস্তান্তর করেন রিক্সাচালক ডলার। টাকার প্রকৃত মালিক পরে পুরস্কার স্বরূপ রিক্সা চালক ডলারকে ৫,০০০টাকা পুরস্কার দেওয়া হয়।

বিষয়টি আর দশ পাঁচটি ঘটনার মতোই। কিন্তু এখন এমন সময় এসে গেছে যে, এগুলোই আমাদের কাছে দৃষ্টান্ত্য হয়ে দাঁড়িয়েছে।  আর হ্যাঁ, এই ছোট্ট ঘটনার মাধ্যমেই তিনি উপস্থাপন করেছেন সততার স্থান সর্বদা উপরে। এতো কিছুর মাঝেও  লোভ, লালসার বশবর্তী না হয়ে নিজেকে বিবেকের কাতারে অটল রেখেছেন যা নিঃসন্দেহে সকলের কাছেই প্রসংসনীয়।

 

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G