সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৯:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

journalist 3চট্টগ্রামের লালদিঘীতে ১৪ দলের পদযাত্রা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে ছবি নেয়ার সময় সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

এ সময় চ্যানেল ২৪-এর ক্যামেরা ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় এক নারী সাংবাদিকসহ ৩ সাংবাদিককে লাঞ্ছিত করা হয়।

বুধবার বিকাল ৫ টা ২০ মিনিটে সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখার সময় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৪ দলের সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখছিলেন। এসময় ছাত্রলীগ কর্মীরা কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। মঞ্চে উপস্থিত দলের সিনিয়র নেতারা কর্মীদের থামানোর চেষ্টা করেন। তারা এ ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেছেন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বিক্ষুব্ধ সাংবাদিকদের বুঝানোর চেষ্টা করেন। এসময় তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঘটনাস্থলে উপস্থিত চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা জার্নালিস্ট শফিক আহমেদ সাজিব বলেন, লালদীঘি ময়দানে ১৪ দলের সভার সংবাদ কাভার করার জন্য আমরা মঞ্চের নিচে দাঁড়িয়ে কাজ করছিলাম। মঞ্চের এ স্থানটিতে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল।

তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে তারা। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে ছাত্রলীগ কর্মীরা সাংবাদিকদের দিকে তেড়ে এসে মারধর শুরু করে।

ঘটনার পরপর উপস্থিত সাংবাদিকরা ১৪ দলের অনুষ্ঠান বর্জন করেন।

প্রতিক্ষণ /এডি/জালালী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G