১০ বছরেও আদায় হয়নি ৪ লক্ষ টাকা

প্রকাশঃ মার্চ ৯, ২০১৬ সময়ঃ ১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

মোহাম্মদ মানিক হোসেন (দিনাজপুর প্রতিনিধি)

Dinajpurদিনাজপুরের চিরিরবন্দরে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের আওতায় প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস কর্মসূচির ঋনের বিলিকৃত ২৩ লক্ষ টাকার সোয়া ৪ লক্ষ টাকা ১০ বছরেও আদায় হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূএে জানা গেছে, ২০০৪-০৫ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ৪শ ৩০ জনকে সর্বনিম্ন ৪ হাজার ও সর্বোচ্চ ১০ হাজার টাকা করে সর্বমোট ২৩ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা যাদের মাসিক আয় ৪ হাজার থেকে ৫ হাজার টাকার কম ছিল তারাই এ ঋণ কর্মসূচির আওতায় বিবেচিত হয়েছেন। ক্ষয়ক্ষতি ও মাসিক আয়ের উপর নির্ভর করে সেসব ব্যক্তিদের মাঝে এ ঋনের অর্থ বিতরণ করা হয়। যা মাসিক, দ্বি-মাসিক ও এৈমাসিক কিস্তিতে সার্ভিস চার্জসহ এক বছরের মধ্যে পরিশোধযোগ্য। তবে প্রকল্পের নিয়ম অনুযায়ী সুবিধাভুগীদেরকে বিভিন্ন অঙ্কে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা মওকুফও করা হয়েছে।

বাকী ১৭ লক্ষ ২৫ হাজার টাকা নির্ধারিত সময়ের মধ্যে আদায় করার কথা থাকলেও এখন পর্যন্ত আদায় হয়েছে ১৩ লক্ষ ৭৪ হাজার ৬৪৪ টাকা। অনাদায়ী ৪ লক্ষ ১৭ হাজার ৬০ টাকার ব্যাপারে প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা এ,কে,এম মমিনুল হক জানান, টাকা আদায়ের ব্যাপারে ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান বিভিন্ন সময় তাগিদ পএ দেয়া হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G