৫ টি সিনেমা বদলাতে পারে জীবন

প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৫ সময়ঃ ৩:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ অপরাহ্ণ

সুমাইয়া বিনতে আজাদ

বলা হয়ে থাকে একটি সুন্দর শিল্পকর্ম আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। যাপিত জীবনে আমরা অনেক বেশি হতাশ কিংবা জটিলতার আবহে নিজেদের খুজে ফিরি। এটা কি আমাদের শখ!নাকি আমাদের আমাদের জাগতিক ব্যাপার-স্যাপারগুলোই এমন? তাই শৈল্পিক চিন্তার জগতে বিচরণকারীরা জীবনের অর্থ দ্বার করাতে তৈরি করেছেন নানা শিল্পকর্ম। চলমান আর জনপ্রিয় যোগাযোগীয় ধারার তেমনি একটি শিল্পকর্মের নাম সিনেমা। চলচ্চিত্র বিশারদরা তাই বলছেন যাদের জীবন খুব কঠিন তারা কিন্তু চাইলেই ৫ টি সিনেমা দেখে জীবনকে বদলাতে পারে। চলুন জেনে নেই কোন সেই ৫ টি সিনেমা ,,,,

ডনি ডারকো:

donnie-main1
ধর্মীয় আর সাংস্কৃতিক দর্শন যেখানে নব প্রজন্মের মধ্যে আইডেনটিটি ক্রাইসিস বা আত্মপরিচিতির সংকট তৈরি করে ঠিক সেই সময়ের একটি কাল্পনিক গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটি। রিচার্ড কেলির সিনেমাটিতে জাগতিক ও অজাগতিক সময়ের মধ্যের পড়ে একজন কিশোর মানে ডনি ডারকোর সমান্তরাল ভারসাম্য বজায় সত্যিই অনবদ্য। দেখতে পারেন কিন্তু।

 

দ্যা ম্যাট্রিক্স:

matrix
ক্লাসিক বা ধ্রুপদ মাত্রায় অসাধারণ ফিকশন এটি। তাই সায়েন্স ফিকশন হিসেবে নয় সিনেমাটি দেখতে হবে বাস্তবিকতার আবহে। মূল চরিত্র নিও একদিন নিজের মধ্যে অজাগতিক কিছু খুজে পায়। সে বিশ্বাস করতে থাকে একটি অজাগতিক চাপ বা ম্যাট্রিক্স তাকে দাস বানিয়ে রাখছে। এখানে প্রশ্ন হলো আসলে আমাদের দেখা পৃথিবী কি আসলে আমাদের ? নাকি আমার সত্ত্বায় বসত করে অন্য কেউ!

 

ওয়েকিং লাইফ:

hero_EB20090211REVIEWS08
খানিকটা বাস্তবের প্রকৃতি উদঘাটনের মধ্যে একধরনের জটিল প্রশ্নের তৈরি করাই যেন সিনেমাটির মূল লক্ষ্য। এ্যানিমেশনের তালিকায় এমন পরাবাস্তব সিনেমার দেখা খুব কমই মেলে। পরাবাস্তব জীবনে বাস্তবতা কিংবা বাস্তবতা কতখানি পরাবাস্তব তা এখানে বিলীন। সিনেমাটির প্রতিটি চরিত্রই পরাবাস্তব দর্শনের আবহে তৈরি হওয়া।

 

ক্লাউড এটলাস:

CLOUD_ATLAS_poster_7
যদি খানিকটা উচ্চাকাঙ্ক্ষী হতে চান তবে এ সিনেমাটির কোনো জুড়ি নেই। প্রতিটি ব্যক্তিই আসলে আলাদা, প্রতিটি ব্যক্তির আলাদা সত্ত্বা প্রতিটি কাজকে প্রভাবিত করে। নিজের সত্ত্বাকে বিশ্লেষণ করতে চাইলে এর চেয়ে ভাল অপসন বুঝি দ্বিতীয়টি নেই।

 

স্প্রিং,সামার,ফল,উইনটার এন্ড স্প্রিং:

spring

করিয়ান এই সিনেমাটিতে জীবনকে দেখা হয়েছে ৫ টি বৈচিত্র্যে। মানুষের জীবনে যে ৫ টি সময়কে আপনি কোনোভাবেই অগ্রাহ্য করতে পারবেন না। প্রকৃতির ঋতুর বৈচিত্র্যের বড় স্বীকার যেন মানুষ নিজেই। রূপকধর্মী খুব সাধারণ একটি গল্পের সিনেমাটিতে যেন জীবনের সব দর্শন নিহিত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G