টক-মিষ্টি চিকেন রোস্ট

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৫ সময়ঃ ১১:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

মোগলাই খাবারে আসক্তি নেই এ বাঙালি খুজে পাওয়া ভার। আর ছুটির দিনে তো কথাই নেই। ব্যস্ত সময়ের পর একটু আরামের জন্য হলেও কিন্তু ভাল ভোজন জরুরী। তাই আগামীকালের ছুটির দিনের জন্য কিন্তু ঘরে বসেই রান্না করতে পারেন একটু ভিন্ন স্বাদের টক-ঝাল-মিষ্টি চিকেন। জেনে নিন প্রণালী আর ঘরে বসেই রান্না করে ফেলুন নামী বাবুর্চির হাতে রান্না করা রোস্টের মতো। তবে জেনে নিন রেসিপিটি-

roastউপকরনঃ
মুরগীর মাংস ১ কেজি (অথবা ৮/১০টা লেগ পিস নিতে পারেন) ছোট সাইজ, চিনি ২ টেবিল চামচ, জায়ফল সামান্য, জয়ত্রী ১/৩ চা চামচ, যেকোনো বাদাম ৩চা চামচ (বাটা বা গ্রাইন্ড করা), দারুচিনি ২ টুকরা (হাফ ইঞ্চি), এলাচি ৩/৪ টা, আলু বোখারা ৩/৪ টা, আদা ১ টেবিল চামচ, রসুন ১ টেবিল চামচ, ধনিয়া- ১ চা চামচ, জিরা ১ চা চামচ, কাঁচা মরিচ ৬/৭ টা, টমেটো সস ২ টেবিল চামচ, টক দই এক কাপের অর্ধেকের কম, জর্দার রং সামান্য, পরিমান মত লবন, বাটার ১০০ গ্রাম অথবা তেল ১/ ৩ কাপ
লেবুর রস- ২ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি এক কাপ (বেরেস্তার জন্য, পেঁয়াজ ভেজে তুলে রাখতে হবে )

প্রনালীঃ
মুরগি ভালোভাবে ধুয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা , চিনি ,আলুবাখারা এবং কাঁচা মরিচ বাদে সব মশলা দিয়ে মাখিয়ে রাখতে হবে ২ ঘন্টা। প্রথমে প্যান এ বাটার দিয়ে মসল্লা থেকে গোশ উঠিয়ে ভাজতে হবে।ভাজা হলে বাটিতে থাকা মসলা দিয়ে মুরগির গোশ ঢেকে দিতে হবে. পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলে পেয়াজ বেরেস্তা , চিনি ,আলুবাখারা এবং কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে। হয়ে গেলে পোলাও ,খিচুড়ী, সাদা ভাত এর সাথে পরিবেশন করুন মজাদার চিকেন রোস্ট।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G