বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে

প্রথম প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

20150401_130815বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বুধবার দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মুস্তফা কামাল বলেন, আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করেছি এর বিচার যেন আমরা পাই।

তিনি আরো বলেন, ক্রিকেট একটি গৌরবময় খেলা। এর একটি আইন রয়েছে। সেখানে একজন প্রেসিডেন্টের কী দায়িত্ব তাও বলা রয়েছে।

বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা আমার। কিন্তু কেন তা পারলাম না তা সবাই জানেন। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে খেলাটা হয়েছিল তা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম।

কামাল বলেন, ক্রিকেটকে কলুষিত করা হয়েছে। আইসিসি চেয়ারম্যান ক্রিকেটকে কলুষিত করতে পারেন না।

এসময় তিনি আইসিসি সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে মুস্তফা কামালকে বহণকারী থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G