বন্যার কারণ মধুচন্দ্রিমা!

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৬ সময়ঃ ৩:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

file২০১৩ সালে ভারতের উত্তরাখণ্ডে বন্যার জন্য মধুচন্দ্রিমায় আসা দম্পতিদের দায়ী করেছেন দ্বারকা সারদাপীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী। তার মতে, হিন্দুদের পবিত্র স্থান কেদারনাথে দম্পতিদের ‘অপবিত্র কাজ’ এবং পিকনিক করতে যাওয়ায় ঐ ভয়াবহ বন্যা হয়।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্বরূপানন্দ কেদারনাথের দুর্যোগের কারণ হিসেবে এই দুই শ্রেণির মানুষকে দায়ী করেন। গত মঙ্গলবার তিনি বলেন, ‘মধুচন্দ্রিমায় আসা দম্পতি আর পিকনিক করতে আসা মানুষদের অপবিত্র কাজের কারণে এই বন্যা হয়।’

২০১৩ সালের ঐ বন্যায় উত্তরাখণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ভয়াবহ বন্যায় হিন্দুদের পূণ্যভূমি কেদারনাথ মন্দির তছনছ হয়ে যায়। সেখানে অবস্থান করা পুন্যার্থীসহ বহু মানুষ মারা যায়।

এর আগে সোমবার এই ধর্মগুরু শিঙ্গনাপুর মন্দিরের দেবালয়ে মহিলাদের প্রবেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়েও মন্তব্য করেন।

তিনি মন্তব্য করেন, সাঁইবাবার উপাসনা করার কারণেই মহারাষ্ট্রের বর্তমান খরা পরিস্থিতি দেখা দিয়েছে।

প্রতিবারই বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থেকেছেন স্বরূপানন্দ। ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থা (আরএসএস) সম্পর্কে তিনি বলেন, এরা হিন্দুত্বের জন্য কাজ করে অথচ আরএসএসের হাজারো সদস্য অরুনাচল প্রদেশে গরুর মাংস খায়।

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G