পুঁজিবাজারে ঊর্ধ্বমূখী লেনদেন

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৫ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

DSE_CSE-সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৮০০ কোটি টাকা। অপরবাজার সিএসইতেও একই চিত্র।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।

টাকায় লেনদেন হয়েছে ৮১৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবারের চেয়ে ৯৮ কোটি টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল ৭১৫ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৭টির দাম বেড়েছে, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫২ কোটি ৫৩ লাখ টাকা।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G